ওয়েব ডেস্ক: ভাইরাল ভিডিও, ছবি এই নিয়ে মানুষের কত কৌতূহল। অনেকে আছেন যারা ইচ্ছে করেই ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করেন এমনকি নগ্ন হতেও পিছু পা হননা। ভারতবর্ষের রাজধানী দিল্লি। যেখানে তাকালে দেখা যাবে এই শহরের মেট্রোর ভেতর কতই না রঙ্গ হয়েছে। আর এই সমস্ত রঙ্গই ভাইরাল হয়ে ছড়িয়ে গিয়েছে নেট মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক দিল্লির মেট্রোতে ঘটে যাওয়া ভাইরাল দৃশ্য।
one more scene in Delhi metro pic.twitter.com/iQn9VJkvtI
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) April 1, 2023
১. সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে দুই মহিলাকে শারীরিক এবং মৌখিক লড়াই করতে দেখা যায়। একটা সময় আসে যখন পরিস্থিতি অস্বাভাবিক হয় ঠিক আর তখনই যখন একজন মহিলা অন্য একজনকে পিপার স্প্রে দিয়ে আক্রমণ করে। এই ঘটনা এক প্রকার চিন্তা তৈরী করেছিল সমাজে। ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
Monkey takes a joyride on Delhi Metro. Walks around, sits down and holds a passenger’s hand … looks out of the window… leaves.#MonkeyBaat pic.twitter.com/M7CTD5MBRL
— Bodhisattva #DalitLivesMatter 🇮🇳🏳️🌈 (@insenroy) June 20, 2021
২.ভিডিওটি মনে আছে যখন একটি কৌতূহলী বানর দিল্লি মেট্রোতে চড়ে চারপাশে খেলছিল? ভিডিওটি এখন টুইটারে আবার দেখা দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় যে বানর ট্রেনে যাত্রা উপভোগ করছে এবং কাউকে আঘাত না করে এদিক-ওদিক লাফিয়ে বেড়াচ্ছে।
What is wrong with #delhimetro
🙈 #Girls How can you travel like this in #delhimetro 😰#DelhiMetroDiaries #delhi #womenempowement #womensafety #delhipolice #CISF #feminism #feminist #feminists
●Lets see if @OfficialDMRC @DelhiPolice have the guts to ans these ques? pic.twitter.com/IsAabGPJi7— YoursJaskier (@JaskierYours) April 2, 2023
৩.এ তো গেল অন্য ঘটনা। বানরের আর কেই বা দোষ ? কিন্তু এ কি কান্ড ? সম্প্রতি একটি মেয়েকে ব্রা এবং একটি মিনি স্কার্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই দৃশ্য। মেয়েটির নাম রিদম চানানা। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়েটি বলেছিলেন তিনি ভাইরাল হতে এমনটা করেন না আসলে এটা তার নিজের পছন্দ। যদিও নেট নাগরিকদের মতে রিদম উরফি জাভেদের থেকে অনুপ্রাণিত।