ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter) এখন শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশের মুখে মুখেই চর্চিত হচ্ছে এনকাউন্টার। কিন্তু জানেন কি এই পুলিশি এনকাউন্টারের তলায় চাপা পড়ে গিয়েছে ভুয়ো এনকাউন্টার। আজকের প্রতিবেদনে রইল সেই সব তথ্যই।
গত মাসে, প্রেস কনফারেন্সে, ইউপি সরকার (UP Encounter) একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে দেখানো হয়েছে,
- বিজেপি শাসনে ৬ বছরে ১০ হাজারের বেশি পুলিশ এনকাউন্টার হয়েছে
- এর মধ্যে ২৩,০৬৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে
- এনকাউন্টারে ৪,৯১১ জন অপরাধী আহত হয়েছে
- ১৭৮ জন পুলিশ সেই গুলির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন
কিন্তু এই পরিসংখ্যানের আরেকটি দিকও রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের মতে,
- বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ ১০০০% বেড়েছে
- ২০১৬-১৭ সালে ভুয়ো এনকাউন্টারের (UP Encounter) মাত্র ৪টি অভিযোগ ছিল
- ২০১৭-১৮ সালে তা বেড়ে ৪৪ শতাংশ হয়েছে
- ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ রয়েছে ৯৩টি
বিরোধী দলগুলি এর জন্য বিজেপির নীতিকে দায়ী করছে। অনেক বিরোধী নেতা অভিযোগ করেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলার নামে ভুয়ো এনকাউন্টার (UP Encounter) চলছে।
তবে, বিজেপির এই এনকাউন্টার কানেকশনের অন্য দিকটি আরও আকর্ষণীয়। ২০১৬ সাল থেকে অসমে ক্ষমতায় রয়েছে বিজেপি। এখানে দল ক্ষমতায় আসার সাথে সাথে ভুয়ো এনকাউন্টারের (UP Encounter) অভিযোগ ৪১ শতাংশ কমে এসেছে। NHRC-র রিপোর্ট অনুযায়ী,
- ২০১৪-১৫ সালে, রাজ্য থেকে ৮৪টি ভুয়ো এনকাউন্টারের অভিযোগ পাওয়া গেছে
- ২০১৯-২০ সালে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১০-এ
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) এর শেষ বার্ষিক রিপোর্ট অনুযায়ী,
- ২০১২-১৩ থেকে ২০১৯-২০ পর্যন্ত এই ৮ বছরে মোট ১,৩৫৬টি ভুয়ো এনকাউন্টারের (UP Encounter) অভিযোগ রয়েছে
- অর্থাৎ গড়ে প্রতিদিন একটি না একটি এনকাউন্টার ভুয়ো ঘোষণা করা হয়েছে
- উত্তরপ্রদেশে ২০১৮ সালে ভুয়ো এনকাউন্টার (UP Encounter) বেড়ে হয়েছিল ৪৪
- যদিও পরবর্তী দুই বছরে এই সংখ্যা কমেছে, তবে ২০-র নিচে নামেনি
এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলা আলাদা ব্যাপার, তবে এইসব এনকাউন্টারে (UP Encounter) পুলিশের ভুলের কারণে সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এর পরিসংখ্যান অনুযায়ী,
- ২০১৯ থেকে ২০২১ এর মধ্যে পুলিশ এনকাউন্টারে ১৫ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে
- এর মধ্যে উত্তরপ্রদেশে প্রাণ হারিয়েছে ৪ জন
- এখন প্রশ্ন হচ্ছে ভুয়ো এনকাউন্টারের অভিযোগের কি হয়?
আর এখানেই রয়েছে জটলা। এই ৮ বছরে এনএইচআরসি-র কাছে প্রাপ্ত ৫০%-এরও বেশি অভিযোগ এখনও মুলতুবি রয়েছে। ১৩৫৬ টি ভুয়ো অভিযোগের মধ্যে ৬৯৪টি NHRC-এর কাছে বিচারাধীন। আর এর বেশিরভাগ মামলার শুনানিই মুলতুবি রয়েছে। এমনকি NHRC ৩ বছরে ভুয়ো এনকাউন্টারের জন্য ৬৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ করেছে, কিন্তু এখনও তাও পাইনি ভুয়ো এনকাউন্টারে (UP Encounter) শিকার পরিবারের সদস্যরা। আর এই ভাবেই পুলিশি এনকাউন্টারের তলায় চাপা পড়ে গিয়েছে ভুয়ো এনকাউন্টার। আর বিরোধীদের দাবি এই সম্পূর্ণ বিষয়টি সম্ভব বিজেপি শাসিত রাজ্যগুলিতেই।