TMC National Tag: কেন তৃণমূল কংগ্রেসের জাতীয় তকমা বাতিল হল, কোনঠাসাই কি লক্ষ্য?

তৃণমূল কংগ্রেস সহ মোট তিন দলের জাতীয় তকমা বাতিলের নেপথ্যে ঠিক কোন কারণ যুক্তিযুক্ত

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক:একের পর এক চমক (TMC National Tag)। যেখানে বার বার সামনে আসছে যে প্রশ্ন, তা হল কতটা পরিকল্পনা করে তৃণমূল সহ মোট তিন দলের থেকে জাতীয় দলের তকমা তুলে নিল নির্বাচন কমিশন। আর যদি শুধু তৃণমূল কংগ্রেসের কথাই ধরা যায়, তাহলে দেখা যাবে, তৃণমূল কংগ্রেস পর পর বেশ কয়েকটি বড় ধাক্কা পেয়ে গেল। সাগরদিঘিতে পরাজয়ের পর বড় ধাক্কা তৃণমূল, যেখানে তৃণমূলকে জাতীয় দলের স্বীকৃতি দিল না নির্বাচন কমিশন। কিন্তু কেন?

কমিশনের যুক্তি-

নির্বাচন কমিশন যে নিয়মকে সামনে রেখে তৃমমূল সহ বেশ কয়েকটি দলকে কেন জাতীয় দল বলা হবে, সেই যুক্তি জানতে চেয়েছে.. সেই নিয়মগুলির মধ্যে অন্যতম-

  • লোকসভা নির্বাচনে অন্তত তিনটে রাজ্য থেকে ভোটে লড়তে হবে
  • সংশ্লিষ্ট রাজ্যগুলিতে মোট লোকসভা আসনের ২ শতাংশ জিততে হবে
  • লোকসভা ও বিধানসভা নির্বাচনে অন্তত ৪ রাজ্যে ৬ শতাংশ করে ভোট পেতে হবে
  • এক বা তার বেশি রাজ্যে ৪ টি লোকসভা আসন পেতে হবে

এর মধ্যে একটি শর্ত থাকলেই (TMC National Tag)সেই দল  জাতীয় দলের তকমা পাবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই চার শর্তের কোনওটাই নেই বলে জানাচ্ছে কমিশন।

তৃণমূল থেকে জাতীয় তকমা তোলার কারণ-

  • তৃণমূলের তিন রাজ্য থেকে ভোট লড়া হয়নি
  • ৫৪৩ এর মধ্যে ২২ আসন আছে তৃণমূলের হাতে
  • তৃণমূল বাংলার বাইরে শুধুমাত্র মেঘালয়ে ৫ আসন পেয়েছে

এই ধরণের বিভিন্ন বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের থেকে জাতীয়. দলের তকমা তোলা হল। শুধু তৃণমূল নয় সিপিআই ও এনসিপির থেকেও তোলা হল জাতীয় দলের তকমা।

Luizinho Faleiro: জাতীয় দলের তকমা হারানোর পরে রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ লুইজিনহো ফেলেইরোর

জাতীয় দল হওয়ার সুবিধা-

  • দলের প্রতীক নির্দিষ্ট থাকেল তা প্রতীক শূন্য হিসেবে গন্য হবে না
  • সরকার পরিচালিত রেডিও ও টেলিভিশন (TMC National Tag) চ্যানেলে প্রচারে সুবিধা পাবে
  • নির্বাচনের দিনক্ষন ঠিক করার ক্ষেত্রে গুরুত্ব পায় জাতীয় দলগুলি

এবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে হারানোর তালিকার উপর চোখ রাখা যাক-

  • দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাখা যাবে না
  • জাতীয় দলের স্বীকৃতি হারানোর ফলে ব্যালট পেপারে প্রথম সারিতে নাম থাকবে না তৃণমূলের (TMC National Tag)
  • জাতীয় নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেস থাকবে না
  • তৃণমূলের দলীয় তহবিলে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে

২০১৬ সালের ২ সেপ্টেম্বর জাতীয় দলের তকমা পায় তৃণমূল। ২০১৪ সালের ফলাফলের নিরিখে এই স্বীকৃতি তৃণমূল পায়। ২০১৯ সালের লোকসভায় ভালো ফল না করার কারণে ঠিক ২০২৩ এ তৃণমূল কংগ্রেসের (TMC National Tag)থেকে সেই স্বীকৃতি তোলা হল। ২০২৪ এর লোকসভা ভোট তাই তৃণমূল কংগ্রেসের কাছে আরও বেশি কঠিন হয়ে উঠল। যেখানে হারানো জাতীয় দলরে স্বীকৃতি ফিরে পেতে মরিয়া হতে হবে তৃণমূলকে।  যা লোকসভা ভোটে আসন জয়কে তৃণমূলের কাছে অপরিহার্য করে তুলল। প্রশ্ন উঠছে, এই সমীক্ষা ঠিক তেইশের মাঝে ২৪এর লোকসভা ভোটের শুরুর আগেই কেন হল। কোথাও কি তৃণমূলকে কোনঠাসা করার ছক প্রকট হচ্ছে।

 

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This