ওয়েব ডেস্ক: সুদানে (Sudan) সম্প্রতি সেনা ও আধা সেনাদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। এই সংঘর্ষের মধ্যে পরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সুদানে কর্মরত এক ভারতীয় নাগরিকের। শনিবার এই ঘটনা ঘটে আফ্রিকার সুদানে (Sudan)। সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জানান, খার্তুমের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সুদানের ভারতীয় দূতাবাস থেকেও ভারতীয় নাগরিকদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানকার সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনীর তুমুল লড়াই চলছে। যার জেরে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৫৬ জন নাগরিকের। জখম হয়েছেন প্রায় ৬০০ জন।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ, সুদানের সেনাপ্রধান জেনারেলের বাসভবন এবং খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। সুদানের আধাসামরিক বাহিনীও দাবি করেছে যে, সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের পর তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নিয়ন্ত্রণে রয়েছে।
Deeply grieved to learn about the death of an Indian national in Khartoum. The Embassy is making all efforts to extend fullest assistance to the family.
The situation in Khartoum remains one of great concern. We will continue to monitor developments. https://t.co/GJ9iFowLwu
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 16, 2023
আরও পড়ুন: Japan PM Attacked: বক্তৃতা শুরুর আগেই হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী
সুদানিজ ডক্টরস ইউনিয়ন জানিয়েছে যে, পশ্চিম দারফুর অঞ্চলে এবং উত্তরের শহর মেরোওয়েতে দুই বাহিনীর সংঘর্ষের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। সুদানে সামরিক বাহিনী দেশের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজধানীর কাছে একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে।
আরও পড়ুন: Sudan: আধাসামরিক বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ, ভারতীয়দের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দূতাবাসের