ওয়েব ডেস্ক: ভয়ও লাগছে কিন্তু মাঝে মধ্যেই উঠছে হাসির রোল! কি অবাক লাগছে তো শুনতে? কিন্তু এমনই এক অবাক করা ছবি উপহার পেয়েছিল দর্শকরা পরিচালক অমর কৌশিকের (Amar Kaushik) কাছ থেকে। সিনেমার নাম ‘স্ত্রী’ (Stree)। অভিনয়ে ছিলেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) ও রাজকুমার রাও (Rajkumar Rao)।
এই ত্রয়ী পর্দা মাতিয়ে রাখতে আবারও আসতে চলেছে। সদ্যই এই সিনেমার সিকুয়েল ‘স্ত্রী ২’ (Stree 2)-এর প্রথম লুক এলো প্রকাশ্যে। ‘স্ত্রী’ (Stree) এর প্রথম পর্ব দেখার পর দর্শকরা এই নতুন সিকুয়েল নিয়ে অনেকটা আশাবাদী। ৩১ আগস্ট ২০২৪ এ এই সিনেমা রিলিজ করতে চলেছে। জিও ষ্টুডিও (Jio Studio)-র একটি মেগা ইভেন্টে এই সিনেমাটির কথা ঘোষণা করা হয়। ‘স্ত্রী ২’ (Stree 2) এর একটি ছোট্ট ভিডিও ম্যাডক ফিল্মস (Maddock Films) এর প্রোডাকশন হাউস থেকে অনলাইনে পোস্ট করা হয়। পোস্টে লেখা, “ওহ স্ত্রী, ২ আবার এসে গেছে…”
View this post on Instagram
দীনেশ ভিজান (Dinesh Vijan) এর চতুর্থ হরর কমেডি ফিল্ম হতে চলেছে এটি। এর আগে স্ত্রী (২০১৮), রুহি (২০২১), ভেড়িয়া (২০২২) (Stree-Roohi-Bhediya) তিনি দর্শকদের উপহার দিয়েছেন। এইবার শুধু অপেক্ষা, তার নতুন ছবি দর্শক সমাজে কিরকম সাড়া ফেলতে পারে।
যেমনটা জানা যাচ্ছে, প্রথম ছবির মতো ‘স্ত্রী ২’-তেও পেত্নী স্ত্রী-র ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে (Shraddha Kapoor)। রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), অপারশক্তি খুরানা (Aparshakti Khurana), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bannerjee) মতো অভিনেতারা।ক্যামিও রোলে থাকবেন ভেড়িয়া(Bhediya) বরুণ ধাওয়ানও (Varun Dhawan)। দীনেশ ভিজনের প্রযোজনায় স্ত্রী ২-র পরিচালনার দায়িত্ব সামলাবেন অমর কৌশিক(Amar Kaushik)। আগামী বছর ৩১ অগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ‘স্ত্রী ২’।