ওয়েব ডেস্ক: রোনাল্ডোর দেশ পর্তুগালে (Portugal) পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না সুন্দরী নারীদের। এমনই রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যা দেখে অবাক গোটা বিশ্বই। এমনকি চমক এখানেই শেষ নয়, পর্তুগাল (Portugal) কন্যেরা বাঙালি পুরুষদের বিয়ে করতে আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু হঠাৎ করে তাদের হল কি?
ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি
যে কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের
দেশটিতে একজন পুরুষ কেবল একজন নারীকেই বিয়ে করতে পারে
এখানে একাধিক বিয়ে করা রীতিমতো অপরাধ
ফলে পাত্রের অভাবেই দিন কাটছে পাত্রীদের
চোখ ধাঁধানো সুন্দরীদের বসবাস এখানেই। কিন্তু তারপরও মনের মত জীবন সঙ্গী পাচ্ছেন না তারা। ফলে এরা বাধ্য হয়েই অন্য দেশের পুরুষদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছে। দেশটিতে (Portugal) অবস্থানরত অভিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছে হাজার হাজার তরুণী। শুধু তাই নয়,
পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন
বিবাহবহির্ভূত সন্তান জন্ম দানে শীর্ষে রয়েছে দেশটি
কিন্তু তথ্য এও বলছে পর্তুগালের এই সংকট নিরসন করতে পারেন বাংলাদেশের পুরুষরা। কেননা পর্তুগালে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক পর্তুগালে (Portugal) পাড়ি জমাচ্ছে। যার মূল কারণ পর্তুগালের জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে বহু গুণে উন্নত এবং সেখানকার মোটা অংকের বেতন। বাংলাদেশি শ্রমিকদের জন্য সেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
স্বর্গরাজ্য খ্যাত আটলান্টিক পাড়ের এই দেশে গেলে সহজেই রেসিডেন্ট কার্ড পাওয়া যায় এবং সুযোগ হয় ইউরোপে বসবাস করার। দেশটিতে ভ্রমণ করলে সবকিছুর সংমিশ্রণ পাওয়া যায়। এখানে আছে পাহাড়, নদী, সাগর, দ্বীপ, গুহা, আছে বরফের শহর (Portugal) ছেরা দ্য এস্ত্রেলা। পর্তুগালের একমাত্র শহর ছেরা দ্য এস্ত্রেলায় ঠান্ডার মৌসুমে বরফের চাদরে ঢাকা থাকে। শহরটি সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৬ হাজার ৫৩৯ ফুট উঁচু হওয়ায়, এটিই একমাত্র শহর যেখানে পর্তুগিজ ও পর্যটকেরা বরফের স্বাদ গ্রহণ করে।
বৈচিত্রে গড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্তুগালের দ্বীপ গুলোও দুর্দান্ত
পর্তুগালের সবচেয়ে বড় দ্বীপ টি আজোর্স
কয়েকটা ছোট ছোট দ্বীপ নিয়ে দ্বীপটি গঠিত
ডলফিন ও তিমি মাছ দেখার জন্য আছে নির্দিষ্ট দ্বীপ
আরও আছে পর্তুগালের সবচেয়ে উঁচু দ্বীপ পিকো
এর চূড়ায় উঠতে দুই ঘণ্টা সময় লাগে
এতো গেল পর্তুগালের (Portugal) সৌন্দর্যের কথা। কিন্তু এতো কিছুর পরও এখানকার মহিলারা একাই। সঠিক মনের সঙ্গী খুঁজতে তাদের ভরসা করতেই হচ্ছে পড়শি দেশগুলির ওপরই। কেননা, ঐ যে পর্তুগালে পাত্রের অভাব!