PM Modi Documentary: কেন্দ্রের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, এই রাজ্যে দেখানো হবে বিবিসির তৈরি মোদির বিতর্কিত তথ্যচিত্র

রাজ্যের বিভিন্ন জায়গায় এই তথ্যচিত্রের (PM Modi Documentary) স্ক্রিনিং হবে বলে জানা গিয়েছে। ডিওয়াইএফআই-এর ফেসবুক পেজে এই ঘোষণা করা হয়েছে।

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: কেরলে (Kerala) দেখানো হবে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র “ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন” (PM Modi Documentary)। মঙ্গলবার এই কথা জানিয়ে দিল কেরলের ক্ষমতাসীন সিপিআইএম-এর যুব শাখা ডিওয়াইএফআই (DYFI)। রাজ্যের বিভিন্ন জায়গায় এই তথ্যচিত্রের (PM Modi Documentary) স্ক্রিনিং হবে বলে জানা গিয়েছে। ডিওয়াইএফআই-এর ফেসবুক পেজে এই ঘোষণা করা হয়েছে।

বিবিসির (BBC) তৈরি ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নামে তথ্যচিত্রটিতে ২০০২ সালে গুজরাট দাঙ্গা এবং তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা, প্রভৃতি বিষয়গুলি তুলে ধরা হয়েছিল। কিন্তু বিতর্কিত বিষয়ের জন্য কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে এই তথ্যচিত্রকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়।

ভারতের বিদেশ মন্ত্রক থেকেও এই তথ্যচিত্রকে নিষিদ্ধ করা হয়েছে। ২০২১-এর আইটি নিয়মের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে শুক্রবার তথ্য ও সম্প্রচার সচিব কর্তৃক নির্দেশনা জারি করার পরে ইউটিউব এবং টুইটার, উভয়ই সরকারের এই পদক্ষেপকে সম্মতি জানিয়েছে এবং এই দুই প্লাটফর্ম থেকেই এই তথ্যচিত্রের একাধিক ভিডিও এবং লিঙ্ক বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরও পড়ুন: PM Modi Documentary: মোদির সময়কালে গুজরাট দাঙ্গা নিয়ে তথ্যচিত্র বানিয়ে সমালোচনার মুখে বিবিসি, ব্লক একাধিক ভিডিও

তথ্যচিত্রের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করার জন্য কংগ্রেস এবং তৃণমূল সহ একাধিক বিরোধী দল কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে। সম্প্রতি হায়দ্রাবাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই তথ্যচিত্র দেখানোর জন্য অভিযোগ দায়ের হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন: PM Modi Documentary: নিষেধাজ্ঞা থাকলেও বিশ্ববিদ্যালয় চত্বরে মোদির বিতর্কিত তথ্যচিত্রের স্ক্রীনিং, অভিযোগ উঠতেই তদন্তে কর্তৃপক্ষ

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This