ওয়েব ডেস্ক: বর্তমানে ওয়াশিংটনে রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেখানে ভারতের সম্পর্কে নেতিবাচক পশ্চিমা “ধারণা” সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, ভারতের মুসলমানরা পাকিস্তানের মুসলমানদের চেয়ে অনেক ভাল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাঙ্কের বৈঠকে যোগ দিতে এবং গভর্নরদের বৈঠকে সভাপতিত্ব করতে ওয়াশিংটনে রয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)।
ভারতে বিনিয়োগ বা মূলধনের প্রবাহকে প্রভাবিত করার ধারণা সম্পর্কে প্রশ্ন করা হলে, সীতারমন বলেন, “আমি মনে করি এর উত্তর সেই বিনিয়োগকারীদের কাছে আছে, যারা ভারতে আসছেন। আমি কেবল বলব, ভারতে কী ঘটছে তা দেখে আসুন।” তিনি আরও জানান যে, ভারত আদৌ বিনিয়োগ করার জন্য সঠিক স্থান কিনা, এমন প্রশ্ন যারা করেন, তাদের নিজেদের ভারতে গিয়ে একবার দেখা আসা দরকার।
পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের (পিআইআইই) প্রেসিডেন্ট অ্যাডাম এস পোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্মলা সীতারমন। বিরোধী দলের এমপিদের মর্যাদা হারানোর বিষয়ে এবং ভারতে মুসলিম সংখ্যালঘুদের হিংসার শিকার হওয়ার বিষয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমের ব্যাপক প্রতিবেদন সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন ভারতের অর্থমন্ত্রী জানান, ভারতের মুসলমানরা পাকিস্তানের মুসলমানদের চেয়ে অনেক ভাল কাজ করছে।