Mumbai Trains: মুম্বইয়ের ট্রেনে ক্রমেই কমছে যাত্রী সংখ্যা, কিন্তু কেন? উত্তর দিলেন বিশেষজ্ঞরা

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: মুম্বইতে যাতায়াতের অন্যতম মাধ্যম হল ট্রেন (Mumbai Trains)। যে কারণে গত কয়েক দশক ধরে এই ট্রেন পরিষেবাকে শহরের লাইফলাইন বলা হত। বহু মানুষ শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য তীড়েনের উপর ভরসা করে। কিন্তু সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, মুম্বইয়ের ট্রেনে যাত্রী সংখ্যা প্রায় ২০ শতাংশ গ্রাস পেয়েছে।

হিসেবে বলছে, কোভিড মহামারীর আগে, অর্থাৎ ২০১৯-২০২০ সালে মুম্বইয়ের ট্রেনে করে যাতায়াত করতেন প্রায় ৭৬.৩৪ লক্ষ যাত্রী। কিন্তু পরবর্তীকালে দেখা গেল, ট্রেনে যাত্রা করছেন ৬১.৯৫ লক্ষ মানুষ। অর্থাৎ প্রায় ১৪.৩৯ লক্ষ যাত্রী কমে গিয়েছে। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, গত অর্থবর্ষে ট্রেনে যাত্রী সংখ্যা কমেছে ৬.০৯ লক্ষ।

২০’র অর্থবর্ষে যাত্রী সংখ্যা ছিল ৪১.৪৭ লক্ষ। কিন্তু ২৩-এর অর্থবর্ষে দেখা যাচ্ছে, যাত্রী সংখ্যা ৩৫.৩৮ লক্ষে নেমে এসেছে। একইভাবে পশ্চিম রেলওয়ে তাদের এক রিপোর্টে বলছে, ২০’র অর্থবর্ষে যাত্রী সংখ্যা ছিল ৩৪.৮৭ লক্ষ কিন্তু চলতি অর্থবর্ষে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬.৫৭ লক্ষ। অর্থাৎ প্রায় ৮.৩০ লক্ষ কমে গিয়েছে।

ট্রেনের রাইডারশিপ নির্ভর করে, কতগুলি টিকিট বিক্রি হচ্ছে। তবে যাত্রী সংখ্যা এর থেকে বেশি হতে পারে বলে জানিয়েছে রেল, কারণ এমন অনেক যাত্রী আছেন, যারা টিকিট ছাড়াই ভ্রমণ করে থাকেন। তবে বিশেষজ্ঞরা বলছে, মুম্বইতে অন্যন্য পরিবহন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ট্রেনের যাত্রী সংখ্যা কমে গিয়েছে। এর পেছনে মেট্রো রেল চালু হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তাঁরা। কিছু যাত্রী জানিয়েছেন যে, ট্রেনের তুলনায় মেট্রো কিংবা বাসের পরিষেবা ভাল। সেই আক্রনে তাঁরা ট্রেনের বদলে মেট্রো কিংবা বাসে করে যাত্রা করতেই বেশি পছন্দ করেন। অনেকে আবার সামাজিক দূরত্ব মানবেন বলেও ট্রেনে করে যাত্রা করেন না।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This