Most Criminal Country: ভারতে অপরাধমূলক কাজকর্মের সংখ্যা কম, সব থেকে বেশি অপরাধী দেশ ভেনেজুয়েলা

ওয়ার্ল্ড’স মোস্ট ক্রিমিনাল কান্ট্রির তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা।

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: দেড়শো কোটির দেশ ভারতবর্ষ। দেশের বিভিন্ন প্রান্তে রোজ কিছু না কিছু অপরাধ ঘটে চলেছে। শুধু ভারত বলেই নয়, বিশ্বের বেশ কিছু দেশে প্রতিনিয়ত অবিরাম অপরাধমূলক (Most Criminal Country) কাজ সংঘটিত হয়ে চলেছে। তৃতীয় বিশ্বের দেশে নারী নির্যাতন থেকে শুরু করে মাদক কারবার, খুনখারাবি লেগেই থাকে। অপরাধের নিরিখে বিশ্বের কোন দেশ এগিয়ে কোন দেশ (Most Criminal Country) পিছিয়ে, এ নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে ভারতের স্থান পিছনের সারিতেই। তথ্য বলছে, প্রতি এক লক্ষ জনসংখ্যায় ভারতে যত অপরাধ ঘটে তার থেকে অনেক বেশি ঘটে আমেরিকা ও ব্রিটেনে।

ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিক্সের রিপোর্ট অনুসারে, ওয়ার্ল্ড’স মোস্ট ক্রিমিনাল কান্ট্রির (Most Criminal Country) তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দ্বিতীয় স্থানে পাপুয়া নিউ গিনি। তৃতীয় আফগানিস্তান। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তারপর যথাক্রমে হন্ডুরাস, ত্রিনিদাদ,গুয়ানা, সিরিয়া, সোমালিয়া ও জামাইকা।

মেক্সিকো রয়েছে ৪০ তম স্থানে। তালিকায় আমেরিকার জায়গা ৫৫ তে। ব্রিটেনের স্থান ৬৫। সেই তুলনায় ভারত রয়েছে বেশ পিছিয়ে। তালিকায় ৭৭ তম স্থানে (Most Criminal Country) রয়েছে ভারত। তুরস্ক ৯২। জার্মানি ও জাপান যথাক্রমে ১০০ ও ১৩৫ তম।

দেশের জনসংখ্যার নিরিখে যত অপরাধের ঘটনা (Most Criminal Country) ঘটে তার ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। সাধারণত, অপহরণ, খুন, মাদক কারবার, মানব পাচার, নারী নির্যাতন, অঙ্গ পাচারের মতো বিভিন্ন অপরাধের ঘটনা তথ্য খতিয়ে দেখেই এই তালিকা তৈরি করা হয়েছে।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This