Mangoes On EMI: আলফোনসো ডজনে ৮০০ থেকে ১,৩০০ টাকা, একবারে পুরোনো দিতে না পারলে ইএমআই দিয়েই মেটান টাকা

বর্তমানে খুচরা বাজারে প্রতি ডজন আলফোনসো আম ৮০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: এখনও বৈশাখ শুরুও হয়নি। তার আগে থাকতেই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। আর গরমের মরশুম মানেই আমের মরশুম (Mangoes On EMI)। ল্যাংড়া, হিমসাগর, ফজলি, গোপালভোগ, খিরসাপাত,গোপাল খাস, আলফোনসো, রকমারি আমের স্বাদে ডুবে যায় সাধারণ মানুষ। চোখে দেখলে তো বেশ সুস্বাদু মনে হয় আলফোনসো আম, কিন্তু দাম শুনলে চোখ কপালে উঠবে।

পুনেতে এমনই এক আম ব্যবসায়ীর খোঁজ পাওয়া গিয়েছে। আকাশছোঁয়া দামে আলফোনসো আম বিক্রি করছেন তিনি। কিন্তু ওই দাম দিয়ে আম কেনা সম্ভব নয়। তাই তিনি মাসিক কিস্তি বা ইএমআই দিয়ে আম বিক্রি করছেন। পুনের ওই আম ব্যবসায়ীর নাম গৌরব সনস। তিনি জানান, রেফ্রিজারেটর কিংবা এয়ার কন্ডিশনার যদি মাসিক কিস্তিতে কেনা যায়, তাহলে আম কেন কেনা যাবে না।

দেবগড় ও রত্নাগিরির আলফোনসো আম সবচেয়ে ভাল বলে বিবেচিত। বর্তমানে খুচরা বাজারে প্রতি ডজন আলফোনসো আম ৮০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গৌরব ও তাঁর পরিবারের ফলের একটি ব্যবসা আছে। যার নাম Gurukripa Traders and Fruit Products। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব দাবি করেছেন যে, তাঁদের ফলের দোকানই সারা দেশের মধ্যে প্রথম, যারা ইএমআইতে আম বিক্রি করে।

“মরসুমের শুরুতে দাম সবসময়ই খুব বেশি থাকে। তাই আমরা ভেবেছিলাম, যদি রেফ্রিজারেটর, এসি এবং অন্যান্য যন্ত্রপাতি ইএমআইতে কেনা যায়, তাহলে আম কেন নয়? এই ব্যবস্থা রাখলে সকলেই আম কিনতে পারবে”, বলেন তিনি। গৌরবের দোকান থেকে ইএমআই-তে ফল কেনার পদ্ধতি কিস্তিতে মোবাইল ফোন কেনার মতোই।

আরও পড়ুন: Italy Sky: ইতালির আকাশে এ কীসের আলো! Viral Pic

গ্রাহকরা চাইলে ক্রেডিট কার্ড ব্যবহার করে আম কিনতে পারবেন। ক্রয়ের পরিমাণের উপর নির্ধারিত হবে, ৩ মাস, ৬ মাস নাকি ১২ মাসের ইএমআই দেবেন আপনি। কিন্তু এই স্কিমেরে সুবিধা নিতে গেলে আপনাকে ন্যূনতম ৫ হাজার টাকার আম কিনতে হবে। গৌরব জানান, এখনও পর্যন্ত মাত্র ৪ জন এই স্কিমের সুবিধা নিয়েছেন।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This