ওয়েব ডেস্ক: শনিবার দিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই গুলি করে খুন করা হয় গ্যাংস্টার আতিক আহমেদকে (Mamata on Atique Encounter)। ছেলের শেষকৃত্যে যেতে পারেননি, সেই জন্য সংবাদ মাধ্যমের কাছে দুঃখ প্রকাশ করছিলেন। তার সঙ্গে ছিল পুলিশ। কিন্তু তার মধ্যেও পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে হত্যা করা হয় এই কুখ্যাত গ্যাংস্টারকে।
এই ঘটনার পর উত্তরপ্রদেশের আইনি ব্যবস্থাকে তীব্র আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Atique Encounter)। তিনি জানান, উত্তরপ্রদেশের আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে। শনিবারের ওই ঘটনার পর একটি টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, “উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন হয়েছে দেখে আমি ভীষণ হতবাক।”
এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করে তিনি বলেছেন,”এটা লজ্জাজনক যে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতেই অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে।” টুইটে মমতা আরও লিখেছেন, “আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরণের বেআইনি কাজের কোনও স্থান নেই”।
I am shocked by the brazen anarchy and total collapse of law & order in Uttar Pradesh.
It is shameful that perpetrators are now taking the law in their own hands, unfazed by the police and media presence.
Such unlawful acts have no place in our constitutional democracy.
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2023
আরও পড়ুন: Atique Ahmed Live Encounter: রিল না রিয়েলের ঘটনা! প্রশ্নের উত্তর দিতে দিতেই গুলিতে খুন গ্যাংস্টার
শনিবার দিন গোটা খুনের ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। আতিক আহমেদকে কাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সাংবাদিকরা আতিককে প্রশ্ন করছেন ছেলে আসাদের শেষকৃত্যে যেতে না পারা নিয়ে। জবাবে আতিক (Atique Ahmed Live Encounter) বলেন, “নেহি লে গ্যায়ে তো নেহি গ্যায়ে”। এরপরে তিনি আরও কিছু কথা বলতে যাবেন, তার আগেই বাঁ দিক থেকে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দেওয়া হয়।