Maharashtra Bus Accident: ভোররাতে খাদে পড়ে গেল বাস, মৃত ১৩, জখম বহু

শনিবার ভোররাতে দুর্ঘটনাটি (Maharashtra Bus Accident) ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়।

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা (Maharashtra Bus Accident)। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তর ১৩ জন। জখম হয়েছেন ২৫ জনেরও বেশি মানুষ। শনিবার ভোররাতে দুর্ঘটনাটি (Maharashtra Bus Accident) ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় (Maharashtra Bus Accident) অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৫ জনের বেশি যাত্রী জখম হন।

পুনে-রায়গড় সীমান্ত দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ বাসটি পুনের পিম্পল গুরাভ থেকে গোরেগাঁও যাচ্ছিল। বাসের মধ্যে ৪১ জন যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। এখনও চলছে উদ্ধার কাজ। রায়গড়ের এসপি সোমনাথ ঘার্জ জানান, রায়গড়ের খোপোলি এলাকায় বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনা স্থলে ৭ জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আরও কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩। জখম ২৫ জনেরও বেশি। তাঁদের চিকিৎসা চলছে। প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। তারাও উদ্ধারকাজে হাত লাগান।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This