Lowest Price House: নতুন ‘আশিয়ানা’র জন্য পেয়ে যাবেন মোটা অঙ্কের টাকা, কিন্তু কেন?

তাঁদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ৬০ হাজার ডলার বা ভারতীয় মূল্যে ৫০ লক্ষ টাকা

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: সুইজারল্যান্ড ভ্রমণ কিংবা ইতালি ভ্রমণ। এই বিদেশ ভ্রমণের শখ কার না থাকে বলুন? আমাদের বহু মানুষেরই বিদেশ ভ্রমণ শখই (Lowest Price House) থেকে যায়। কেননা মূল কারণ হল প্রচুর অর্থের যোগান। আবার বিদেশে গিয়ে থাকা সে তো অনেক বড় বিষয়। তবে আপনি শুনলে অবাক হবেন, এরকমও জায়গা আছে যেখানে বসবাস করার জন্যে আপনি অর্থ পাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন সেখানকার সরকার আপনাকে ওই সব এলাকায় বসবাস করার জন্যে অর্থ প্রদান (Lowest Price House) করবেন।

আজকের প্রতিবেদনে রইল সেই সব বাড়িরই সন্ধান। ভেবে দেখুন তো সেখানে থাকবেন কিনা…

ইউরোপের এই শহরে ১০০ টাকার বদলে মিলবে বাড়ি আবার এইখানে বসবাস (Lowest Price House) করার জন্যে ও ব্যবসা করার জন্যে সরকার আপনাকে হাতে তুলে দেবে ৬০-৭০ লাখ টাকা। ইউরোপের এই নিখুঁত তুলির টানে আঁকা শহরগুলিতে মানুষ বসবাস করার ইচ্ছা তো রাখে, কিন্তু সামর্থ্যে অভাবে থাকতে পারেন না। এই তালিকায় শীর্ষেই রয়েছে সুইজারল্যান্ড।

Switzerland

পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সর্বোচ্চ পারিশ্রমিকের দেশ হল সুইজারল্যান্ড। এর অপর এক নাম হল ‘স্বপ্নের দেশ’। সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন দেখেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। অথচ এই দেশটির এমন বেশ কিছু জায়গা রয়েছে যা মানুষের অভাবে ক্রমাগত জনমানবহীন (Lowest Price House) হয়ে যাচ্ছে। সেইরকমই একটি জায়গা হল এলবিন। সবুজে ঘেরা এই গ্রাম থেকে মানুষ ধীরে ধীরে অন্যত্র সরে যাচ্ছে। বর্তমানে এই গ্রামে জনসংখ্যা মাত্র ২৫০ জন।

আর এই জন্যেই সুইজারল্যান্ড সরকার ঘোষণা করেছে যে, যে বা যারা সেই গ্রামে বসবাস (Lowest Price House) করবেন, তাঁদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ৬০ হাজার ডলার বা ভারতীয় মূল্যে ৫০ লক্ষ টাকা। তবে শর্ত একটায়, গ্রামের কোনও সম্পত্তি নষ্ট করা যাবে না। এবং করতে হবে চাষাবাদ।

Italy Selent

পশ্চিমা সংস্কৃতি এবং সভ্যতার মেলবন্ধন হল দক্ষিণ ইউরোপের এই দেশ। এমনকি ইউনেসকোও ঘোষণা করে জানিয়েছে এই দেশেই রয়েছে বহু প্রাচীন ভাস্কর্য্য, ঐতিহ্য। ফলে পর্যটকদের বিদেশের ভ্রমণের তালিকায় ইতালির নাম থাকে সবার উপরে। কিন্তু তারপরও এই দেশের দুটি জায়গা রয়েছে; যাদের স্থাপত্য, ভাস্কর্য থাকলেও শুধুমাত্র মানুষের বসবাস কমে যাওয়ায় সে দুই জায়গার সভ্যতা আজ অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। সেই দু’টি জায়গা হল – সেলেন্ট এবং মেঞ্জা। এই দুটি শহরকে (Lowest Price House) একত্রে বলা হয় সেলেন্ট। এখানে বসবাসের জন্যে সরকার বাসিন্দাদের ৩০ হাজার ডলার দিয়ে থাকেন।

Italy Maenza

আরেকটি শহর মেঞ্জার ক্ষেত্রেও ইতালি সরকার করেছে নতুন নিয়ম। এখানে বাড়ি যিনি কিনবেন তিনি আর টাকা পাবেন না। তার বদলে ক্রেতাকে অর্থ দিতে হবে। মাত্র ১ ডলারের বিনিময়েই গোটা বাড়ি পেয়ে যাবেন যেকোনোও ব্যক্তি। ২০২১সালে ইতালিতেই এই নিয়ম প্রথম লাগু হয়। মাত্র ১ ডলারের বিনিময়েই বাড়ি পেয়ে যাবেন ক্রেতারা। ফলে যে শহরগুলি জনমানবহীন হয়ে যাচ্ছিল, সেই শহরগুলিতেও এবার ধীরে ধীরে বাড়ছে বাসিন্দা। অন্যান্য জায়গা থেকে মানুষ গিয়ে সেখানে বসবাস (Lowest Price House) শুরু করছে। ফলে প্রতিদিন বাড়ছে এই এলাকাগুলির জনসংখ্যা।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This