ওয়েব ডেস্ক: আজ (১৪ এপ্রিল) আইপিএলে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH)। কলকাতার ইডেন গার্ডেনে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে এই দুই দল। উভয় দলই তাদের আগের ম্যাচগুলো জিতেছে, সুতারং এই দুই দল তাদের প্লেয়িং-১১ এবং প্রভাবশালী খেলোয়াড় কৌশলে খুব বেশি পরিবর্তন করতে চাইবে না।
তবে জেসন রয় ও লিটন দাস কলকাতা দলে যোগ দিলেও আজকের ম্যাচে প্লেয়িং ১১ তে থাকা তাদের পক্ষে কঠিন মনে হচ্ছে। কারণ কলকাতার দল গত দুই ম্যাচেই জয়লাভ করছে, তাই তারা তার প্লেয়িং-১১-এ খুব বেশি পরিবর্তন করতে চাইবে না। কলকাতা এই মরসুমে তাদের প্রথম ম্যাচে হেরেছিল, তার পর পরের দুটি ম্যাচে টানা জয়লাভ করেছে এই দল। অন্যদিকে, এই মরসুমে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে শেষ ম্যাচে নিজেদের মাঠে জয়লাভ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
সম্ভাব্য প্লেয়িং-১১ এবং উভয় দলেরই প্রভাবশালী খেলোয়াড়
KKR প্লেয়িং-১১ (প্রথম ব্যাটিং): রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), এন জগদীশান, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
KKR প্লেয়িং-১১ (প্রথম বোলিং): রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), এন জগদীশান, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মা।
KKR ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়শ শর্মা/ভেঙ্কটেশ আইয়ার।
SRH প্লেয়িং-১১ (প্রথম ব্যাটিং): মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, ইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আব্দুল সামাদ, মার্কো ইয়ানসিন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, ওমরান মালিক।
SRH প্লেয়িং-১১ (প্রথম বোলিং): মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠি, ইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মার্কো ইয়ানসিন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।
SRH ইমপ্যাক্ট প্লেয়ার: টি নটরাজন/আবদুল সামাদ।