ওয়েব ডেস্ক: অনুরাগীদের অনুরোধে ফের বড়পর্দায় ফিরছেন মিতিন মাসি। পয়লা বৈশাখে মুক্তি পেলো অরিন্দম শীলের আপকামিং ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Mashi)-র ফার্স্টলুক পোস্টার। ছবিতে মিতিন মাসির চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)।
পয়লা বৈশাখের শুভদিনে মুক্তি পেল কোয়েল মল্লিকের (Koel Mallick) আগামী ছবির অফিসিয়াল পোস্টার। পুজোর সময় মুক্তি পেতে চলেছে এই ছবি। যেমনটা জানা যাচ্ছে, ‘জঙ্গলে মিতিন মাসির’ (Jongole Mitin Mashi) শ্যুটিং শুরু হবে মে থেকে। তার আগেই পয়লা বৈশাখের শুভ দিনে প্রকাশ্যে এল পোস্টার।
কোয়েল মল্লিক আবার মিতিন মাসি রূপে বড়পর্দায় ধরা দিতে চলেছেন। এই খবর আগেই জানা গিয়েছিল আর এবার প্রকাশ্যে এল এই ছবির অফিসিয়াল পোস্টার। এই অফিসিয়াল পোস্টারে দেখা যাচ্ছে দুটো হাতির দাঁতের মাঝে দাঁড়িয়ে আছেন কোয়েল, ওরফে মিতিন মাসি। তাঁর পরনে কালো শর্ট। চুল এলোমেলো। পিছনের দেখা যাচ্ছে ঘন জঙ্গল।
‘জঙ্গলে মিতিন মাসির’ (Jongole Mitin Mashi) পরিচালনা করছেন অরিন্দম শীল। এই ছবির প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। রূপা দত্ত এই ছবি নিবেদন করেছেন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা সারান্ডায় শয়তানের গল্পের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হচ্ছে। মে মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন কোয়েল। জানা গিয়েছে এই ছবির শ্যুটিং কলকাতা সহ সারান্ডা এবং দলমায় করা হবে। প্রথমে কলকাতায় হবে জঙ্গলে মিতিন মাসির শ্যুটিং তারপর অরিন্দম শীল তাঁর গোটা টিম নিয়ে পাড়ি দেবেন মালভূমি অঞ্চলে।