ওয়েব ডেস্ক: বঙ্গ ও বাংলাদেশ দুইপাড়ের অভিনয় জগতের জনপ্রিয় মুখ জয়া আহসান (Jaya Ahsan)। একাধিক ছবিতে তাঁর অসাধারণ অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। দুই বাংলাতেই একাধিক ছবিতে, সিরিজে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন গ্ল্যামারাস জয়া (Jaya Ahsan)।
রূপের লাবণ্যে আর সৌন্দর্য্যের ঝলকে অভিনেত্রী হয়ে উঠেছেন বং ক্রাশ। দুই বাংলার অগণিত অনুরাগীদের মুগ্ধ করে এবার বলিপাড়ায় মুগ্ধতার আমেজ ঢালতে চলেছেন জয়া। সম্প্রতি যেমনটা জানা যাচ্ছে, ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’, ‘পিঙ্ক’ খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর হাত ধরে বলি ছবিতে ডেবিউ হতে চলেছে অভিনেত্রী জয়ার (Jaya Ahsan)।
আজ বাংলা নববর্ষের আনন্দে মেতেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। একদিকে রমজানের ইফতার অন্যদিকে নববর্ষে হালখাতার আনন্দ, সব আজ মিলেমিশে একাকার। তাই তো আজকের এই বিশেষ দিন সম্পর্কে অভিনেত্রীর মন্তব্য, ‘আজকের দিনটা আমাদের দেশে ভীষণ রঙিন’। রমজান আর নববর্ষ জয়ার জীবনে মিলে মিশে একাকার। আনন্দের কোনো ধর্ম হয় না, বিভেদ হয় না তাই তো অভিনেত্রী জয়া (Jaya Ahsan) ইফতার সেরেছেন পান্তা ভাত আর ইলিশ সহযোগে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘আজকের দিনটা আমাদের দেশে ভীষণ রঙিন। আমার মনে হয়, পশ্চিমবঙ্গের চেয়ে এপারেই নববর্ষ বেশি রঙিন করে উদযাপন করা হয়। এই বছর মঙ্গল শোভাযাত্রাটাও দুর্দান্ত হয়েছে। এবার আমরা যেতে পারিনি। সবাই টেলিভিশনেই দেখলাম। প্রচুর মানুষের ভিড় থাকে। সব মিলিয়ে এই দিনটা চিরকালই আমার কাছে ভীষণ রকম ভাবে আলাদা।’
প্রসঙ্গত উল্লেখ্য, সকল অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যেখানে উঠে এসেছে ১২ বছর পুরনো ছবি ‘গেরিলার’ কথা। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী, ছবির পরিচালক নাসিরউদ্দীন ইউসুফকে আন্তরিক ভালোবাসা জানিয়েছেন।