Italy Sky: ইতালির আকাশে এ কীসের আলো! Viral Pic

সেখানে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এমন রঙ তৈরি হয়েছে।

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: মাইলের পর মাইল জুড়ে আকাশে লাল ধোঁয়ার মতো মেঘ জমেছে। সকলে বলাবলি করছে ভিনগ্রহীদের যান। রহস্যময় সেই লাল ঘূর্ণিকে (Italy Sky) নিয়ে চর্চা শুরু হয়েছে বিজ্ঞানী মহলে। চিত্রগ্রাহক ভল্টার বিনোট্টো বলছেন, প্রায় ৬০০ কিলোমিটার এলাকা জুড়ে আকাশে সেই লাল ঘূর্ণির (Italy Sky) মতো মেঘ জমেছে।

ইতালি (Italy Sky), ফ্রান্স, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়ার আকাশেও এমন লাল ধোঁয়ার মতো রিং তৈরি হয়েছে। কী থেকে এমন হল সে নিয়ে মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরনো ধোঁয়া, ছাই ইত্যাদি থেকেও এমন লাল ধোঁয়ার (Italy Sky) মতো মেঘ তৈরি হতে পারে। আগুনের ধোঁয়া, ছাইয়ে ভরে গেছে আকাশ। তার মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিফলিত হয়ে লালচে কমলা রঙ ধরেছে।

তবে এই লাল রিং (Italy Sky) নিয়ে দ্বিমত আছে। অন্য দল বলছেন, প্রচণ্ড ঘূর্ণিঝড় ও বজ্রপাতের কারণে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়েছে আকাশে। সেখানে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এমন রঙ তৈরি হয়েছে।

ইতালির যে অংশের আকাশে এমন লাল রিং (Italy Sky) তৈরি হয়েছে তার থেকে কয়েকশো কিলোমিটার দূরে প্রচণ্ড ঘূর্ণিঝড় হচ্ছে। এত বেশি বজ্রপাত হচ্ছে যে আকাশ জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়েছে। শক্তিশালী সেই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের জন্যই এমন ঘূর্ণি তৈরি হয়েছে আকাশে।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This