IPL 2023: পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ ম্যাচে হটাৎ ক্যামেরাম্যানের উপর রেগে গেলেন কাব্য মারান, কিন্তু কেন ? Watch Video

রবিবার (৯ এপ্রিল) রাতে খেলা আইপিএল (IPL 2023) ম্যাচে দেখা গেল এক মজার দৃশ্য। পাঞ্জাব কিংস (PBKS) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মধ্যে এই ম্যাচে ক্যামেরাম্যানের উপর রেগে যান কাব্য মারান।

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: রবিবার (৯ এপ্রিল) রাতে খেলা আইপিএল (IPL 2023) ম্যাচে দেখা গেল এক মজার দৃশ্য। পাঞ্জাব কিংস (PBKS) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মধ্যে এই ম্যাচে ক্যামেরাম্যানের উপর রেগে যান কাব্য মারান। এসআরএইচ-এর মালিকের এই রাগের কারণ ছিল শিখর ধাওয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের ক্লাস নিচ্ছিলেন এবং ক্যামেরাম্যানরা এই রানের বৃষ্টির মধ্যে স্টেডিয়ামের বড় পর্দায় কাব্য মারানের (Kavya Maran) অঙ্গভঙ্গি দেখাচ্ছিলেন।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও সানরাইজার্সের মধ্যে এদিন ম্যাচ খেলা হল। নিজেদের মাঠে দুর্দান্ত বোলিং দাপটে SRH এক সময় পাঞ্জাব দলের ৯ উইকেট তুলে নেয় মাত্র ৮৮ রানে। এরপর শিখর ধাওয়ান একাই পাঞ্জাবকে ১৪৩ রানে নিয়ে যান। শিখর যখন চার-ছক্কার বৃষ্টি বর্ষণ করছিলেন, তখন কাব্য মারান বিরক্ত অনুভব করছিলেন। আর ঠিক সেই সময় ক্যামেরাম্যানরা বারবার তার দিকেই ক্যামেরা নিয়ে যাচ্ছিলেন SRH মালকিনের অঙ্গভঙ্গি দেখানোর জন্য। কাব্য মারানকে এতে অসন্তুষ্ট দেখায় এবং ক্যামেরাম্যানের অ্যাকশনে তিনি রেগে যান। কাব্য মারানের এই রাগান্বিত চেহারা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

আরও পড়ুন:Yash Dayal: কে এই যশ দয়াল যার ৫ বলে ৫ ছক্কা হাঁকালেন রিঙ্কু ! জানুন যশ দয়াল The Untold Story

মরসুমের প্রথম জয় পেল সানরাইজার্স

এই ম্যাচে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়েছে সানরাইজার্স। এই আইপিএল মরসুমে এটি SRH-এর প্রথম জয়। এর আগে দুই ম্যাচেই একতরফা হারের মুখে পড়তে হয়েছিল সানরাইজার্সকে। গতকাল রাতে খেলা এই ম্যাচে প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের ৯৯ রানের সুবাদে পাঞ্জাব ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে সানরাইজার্স ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে নাই। রাহুল ত্রিপাঠি SRH-এর হয়ে ৪৮ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলেন।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This