ওয়েব ডেস্ক: ক্রমেই আরও ভয়াবহ হচ্ছে করোনা সংক্রমণ (India COVID-19)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (India COVID-19) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন। এর সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিড প্রাণ কেড়েছে ২৭ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা (India COVID-19) আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৭২০।
রূপ বদলেছে করোনা (India COVID-19)। বর্তমানে করোনার মিউট্যান্ট XBB.1.16 দ্বারা আক্রান্ত হচ্ছে বেশি মানুষ। এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের একটি মিউট্যান্ট বলে পরিচিত। বর্তমান সময় দেশের দৈনিক করোনা পজিটিভিটির হার ৬.৭৮ শতাংশ এবং সাপ্তাহিক বৃদ্ধির হার ৪.৪৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গত শুক্রবার ভারতে ১১ হাজার ১০৯টি কোভিডের নতুন কেস রিপোর্ট করা হয়েছে। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ।
COVID-19 | India reports 10,753 new cases in last 24 hours; the active caseload stands at 53,720
(Representative Image) pic.twitter.com/8pdTOfGBl6
— ANI (@ANI) April 15, 2023