ওয়েব ডেস্ক: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ঋদ্ধিমা-গৌরব (Gaurav-Ridhima)। দুজনেই অভিনয় জগতের জনপ্রিয় মুখ। ঘুরতে যেতে ভালবাসেন এই তারকা দম্পতি (Gaurav-Ridhima)। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন দুটিতে মিলে। নিজেদের ঘুরতে যাওয়ার ট্র্যাভেল ডায়রি অনুগামীদের সঙ্গে শেয়ারও করতে দেখা যায় দুজনকে।
বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে একাধিক ছবিতে ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty)। অন্যদিকে অনুরাগীদের পছন্দের অভিনেত্রী ‘সত্যবতী’ ঋদ্ধিমা (Ridhima Ghosh)।
বাংলা নববর্ষের প্রথম দিনে তারকা এই দম্পতি (Gaurav-Ridhima) জানালেন খুশির খবর। চক্রবর্তী পরিবারে আসছে খুদে সদস্য। মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh), স্ফীতোদরের ছবি শেয়ার করে অনুরাগী ও টলিপাড়ার বন্ধুদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন গৌরব-ঋদ্ধিমা (Gaurav-Ridhima)।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ২৮ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব-ঋদ্ধিমা (Gaurav-Ridhima)। বিয়ের ছয় বছর পর সন্তান স্বাদ পেতে চলেছেন তারকা দম্পতি। নতুন বাংলা বছরের প্রথম দিনই বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী ঋদ্ধিমা। সাদা রঙা মেটারনিটি ড্রেসে মিষ্টি দেখাচ্ছে ঋদ্ধিমাকে, মুখে একরাশ হাসি। ঘন নীল শার্ট আর জিনসে হবু বাবা গৌরব (Gaurav Chakraborty)। পরস্পরের দিকে একদৃষ্টিতে চেয়ে রয়েছেন দুজনে। গৌরবের হাত স্ত্রীর বেবি বাম্পে।