Dubai Fire: দুবাইয়ের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, ৪ ভারতীয় সহ মৃত ১৬

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: দুবাইয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল ১৬ জনের। এদের মধ্যে ৪ জন ভারতীয় আছে বলে জানা গিয়েছে। শনিবার দুবাইয়ের দেরা বুর্জ মুরার এলাকায় একটি অ্যাপার্টমেন্টে আগুনে ধরে যায়। ওই অ্যাপার্টমেন্টে ৪ জন ভারতীয় সহ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ ভারতীয়র মধ্যে ২ জন কেরলের এবং ২ জন তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন।

কেরলের এক দম্পতি ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্টে ছিলেন। ওই দম্পতির নাম রিজেশ (৩৮) এবং তাঁর স্ত্রী জিশি (৩২)। তাঁরা মালাপ্পুরমের বাসিন্দা। রিজেশ একটি ট্রাভেল কোম্পানির কর্মচারী ছিলেন। জিশি ছিলেন স্কুল শিক্ষিকা। তামিলনাড়ুর দু’জন ব্যক্তি আব্দুল খাদের এবং সালিয়াকুন্ডও আগুনের মারা গিয়েছেন।

কেরলের একজন সমাজকর্মী নাসির ভাতানাপ্পল্লী, তিনি মৃতদেহগুলি সনাক্ত করেন। ৪ ভারতীয় ছাড়াও পাকিস্তানের ৩ জন, নাইজেরিয়ার এক মহিলার এই ঘটনায় মৃত্যু হয়েছে।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This