China: ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কোনও পক্ষকেই সামরিক সহায়তা নয়, জানিয়ে দিল চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাং রাশিয়ার কাছে অস্ত্র না বিক্রি করার বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন।

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে সামরিক দিক থেকে সহায়তা করছে বেজিং, পশ্চিমের দেশগুলি থেকে এই অভিযোগ আসার পরে শুক্রবার চীনের (China) পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, এই যুদ্ধে ইউক্রেন হোক কিংবা রাশিয়া, উভয় পক্ষের কাছে আর অস্ত্র বিক্রি করবে না বেজিং। পশ্চিমা দেশগুলি আগেই রাশিয়াকে সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছিল। কিন্তু চীন এই যুদ্ধের মধ্যে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাং রাশিয়ার কাছে অস্ত্র না বিক্রি করার বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন। তিনি যোগ করেছেন যে, চীন বেসামরিক এবং সামরিক জিনিসের রপ্তানি নিয়ন্ত্রণ করবে। কিন গ্যাং জানিয়েছেন, সামরিক পণ্য রপ্তানির ক্ষেত্রে চীন একটি বিচক্ষণ এবং দায়িত্বশীল মনোভাব গ্রহণ করে।

তিনি আরও জানিয়ে দিয়েছেন যে, চীন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কোনও পক্ষকেই অস্ত্র সরবরাহ করবে না। এদিকে তাইওয়ানে সামরিক মহড়া চালাবে বলে জানিয়েছে চীন সরকার। তাইওয়ানকে বরাবরই নিজেদের অঞ্চল বলে দাবি করেছে চীন। এবার তাদের উপর চাপ বাড়াতে তাইওয়ানের উপকূলবর্তী এলাকায় সামরিক মহড়া চালাতে প্রস্তুত বেজিং।

ফেব্রুয়ারিতে, সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, চীন রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা বিবেচনা করছে এবং তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, চীন এভাবে যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেলে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এরপরেই চীন জানিয়ে দেয় যে, তারাও রাশিয়াকে কোনও ভাবেই সামরিক সাহায্য করবে না।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This