ওয়েব ডেস্ক: CAPF পরীক্ষায় স্থানীয় যুবসমাজের অগ্রগতির পথকে প্রশস্ত করতে এবং আঞ্চলিক ভাষাকে সম সম্মান দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র (Amit Sah) উদ্যোগে নেওয়া হয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রতিবছরই CAPF বা কনস্টেবল জিডি হল স্টাফ সিলেকশন কমিশন(Constable GD Hall staff selection commission ) দ্বারা পরিচালিত ফ্ল্যাগশিপ পরীক্ষা নির্দিষ্ট সময় অন্তর হয়ে থাকে।
এই পরীক্ষায় (CAPF) অংশ নেন লক্ষ লক্ষ ভবিষ্যতের আশাবাদী চাকরিপ্রার্থীরা। কিন্তু ভাষাগত সমস্যা যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে তার জন্য নেওয়া হয়েছে এক অভূতপূর্ব উদ্যোগ। হিন্দি ও ইংরেজি ছাড়াও আরো ১৩টি আঞ্চলিক ভাষায় চাকরিপ্রার্থীরা দিতে পারবে পরীক্ষা (CAPF)। ২০২৪ এর ১লা জানুয়ারি থেকে চালু হবে এই নিয়ম। এমএইচএ এই বিবৃতিই উল্লেখ করা হয়েছে।
হিন্দি ও ইংরেজি ছাড়াও, অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালয়ালাম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবী, মণিপুরি, এবং কোঙ্কনি ভাষায় তৈরী হবে প্রশ্নপত্র (CAPF)। এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ প্রার্থীরা তাঁদের মাতৃভাষা ও আঞ্চলিক ভাষায় দিতে পারবে পরীক্ষা (CAPF)। এর ফলে তাঁদের নির্বাচনের সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে আশা করা যায়।