ওয়েব ডেস্ক: ইংরেজি নববর্ষের প্রথমেই ‘ব্যোমকেশ’ রূপে দেবের হাজির হওয়ার খবর এসেছিল প্রকাশ্যে। আর এবার বাংলা নববর্ষের শুরুতে সেই চমকেই আলো জ্বালালেন সুপারস্টার দেব (Dev), প্রকাশ্যে এল ‘ব্যোমকেশ’ (Byomkesh O DurgoRahashya) রূপে দেবের আগামী ছবি “ব্যোমকেশ ও দুর্গ রহস্য” (Byomkesh O DurgoRahashya) প্রথম লুক। সত্যান্বেষীর চরিত্রে দেখা যাবে বাংলা সিনে দুনিয়ার তারকা অভিনেতা দেবকে। নতুন বছরের প্রথম দিনেই সেই লুক এল প্রকাশ্যে।
২০২৩ এর জানুয়ারিতে বাংলা ছবির অন্যতম সফল অভিনেতা দেব (Dev) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে অভিনেতা জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পুর্তিতে.. একজন অভিনেতা হিসেবে আমার পরবর্তী কাজের ঘোষণা করছি- ‘BYOMKESH দুর্গ রহস্য’ (Byomkesh Durgo Rohosyo)। আর এবার বাংলা নববর্ষের শুরুতে সত্যান্বেষীর চরিত্রে অনুরাগীদের সামনে নিজেকে ধরা দিলেন দেব।
যেমনটা জানা যাচ্ছে, বিরসা দাশগুপ্তের পরিচালনায় তৈরি হচ্ছে “ব্যোমকেশ ও দুর্গ রহস্য” (Byomkesh O DurgoRahashya)। আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল ছবির প্রথম মোশন লুক পোস্টার (Motion Look Poster)। ‘ব্যোমকেশ’ (Byomkesh) রূপে দেবের ছবি এল প্রকাশ্যে। পোস্টারে দেখা গেল, চোখে চৌকো চশমা, শার্ট-কোট পরে দেব। এক হাতে টর্চ, অন্যহাতে প্যাঁচানো সাপ। সামনে ছবির নাম ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই মোশন পোস্টার শেয়ার করে দেব লেখেন, ‘কঠিন, কিন্তু অসম্ভব নয়। “ব্যোমকেশ ও দুর্গ রহস্য”। দেখা হচ্ছে সিনেমা হলে।’
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস (Dev Entertainment Ventures Private Limited) এবং শ্যাডো ফিল্মসের (Shadow Films) যৌথ প্রযোজনায় তৈরী হবে এই ছবি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Sharadindu Banerjee) দুর্গ রহস্য গল্প অবলম্বনে তৈরি হবে দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড (Dev Entertainment Ventures Private Limited) এবং শ্যাডো ফিল্মস (Shadow Films) প্রযোজিত ব্যোমকেশ দুর্গ রহস্য (Byomkesh Durgo Rohosyo)।
ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার একাধিক অভিনেতা। যীশু সেনগুপ্ত (Jishu Sengupta), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) কে এই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং মহানায়ক উত্তমকুমার (Uttamkumar)।
বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) পরিচালনায় দেব এই চরিত্রে কতটা পারফেক্ট সেই নিয়ে ইতিমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকের মত টলিপাড়ার (Tollywood) পাগলু খ্যাত অভিনেতাকে ব্যোমকেশ চরিত্রে একদমই মানাবে না। কিন্তু দেব অনুরাগীরা চ্যালেঞ্জে নিয়ে বলছেন, দেব নিজেকে ভাঙতে জানে। তিনি (Dev) শুধু টলিপাড়ার পাগলু না, তিনি বুনো হাঁসের অমল, চাঁদের পাহাড়ে শঙ্কর, গোলন্দাজ ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আবার টনিক, সাঁঝবাতি, প্রজাপতিতেও তাঁর চরিত্রে তিনি (Dev) অসাধারণ। তাই ব্যোমকেশ চরিত্রেও তিনি ছাপ ফেলবেন বলেই মনে করেছেন দেব (Dev) অনুরাগীরা।