Bihu: তৈরী হল নয়া নজির, বিশ্ব দরবারে সমাদৃত অহমিয়া বিহু- Watch Video

অসমের স্টেডিয়ামে ১১,৩০০ জনেরও বেশি নর্তকের বিহু পারফরম্যান্স গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সরুসাজাই স্টেডিয়ামে বিহু (Bihu) নাচলেন ১১ হাজার ৩০৪ জন ছেলে-মেয়ে। মেয়েদের পরনে ছিল মেখলা-চাদর। ছেলেরা পরেছিলেন ধুতি-কুর্তা। উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক। আর সেই বিহু নাচ দেখতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের সদর দফতর লন্ডন থেকে এসেছিলেন সদস্যেরা।

বৃহস্পতিবার গুয়াহাটিতে ১১,৩০৪ জন নর্তক ও ড্রামারের বিহু (Bihu) পরিবেশনার মাধ্যমে বিশ্ব রেকর্ড তৈরি হল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসাম সফরের সময় বিহু নৃত্য (Bihu) পরিবেশিত হল। ক সঙ্গে এক প্রাঙ্গণে এত হাজার জন এর আগে কখনও বিহু নাচ করেননি। সে কারণেই নজির গড়ল এই অনুষ্ঠান।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‘বৃহস্পতিবার আমরা বিহু নাচ এবং ঢোল বাজানো, দু’টি ক্ষেত্রেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছি।’’ সরুসাজাই স্টেডিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে এই কথা জানান হিমন্ত।

বিহু নাচের কিছু ক্ষণ পর স্টেডিয়ামে ঢোল বাজান তিন হাজার ঢুলিয়া (বিহু ঢাকি)। তৈরি হয় নতুন এক নজির। দ্বিতীয় বার নাম ওঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। একই স্টেডিয়ামে এত জন ঢাকি এর আগে এক সঙ্গে কখনও জড়ো হয়ে ঢোল বাজাননি।

প্রসঙ্গত উল্লেখ্য, সরুসাজাই স্টেডিয়ামে বিহু নাচের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে চাঙ্গসারিতে অসমের প্রথম এমস উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী মোদী। গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে এই এমস। এমস উদ্বোধনের পর সরুসাজাই স্টেডিয়ামে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই তাঁর হাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র তুলে দেবেন সংগঠনের সদস্যরা।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This