অর্ক্য চ্যাটার্জী: তিলোত্তমার একরাশ মুগ্ধতা এসে মেশে কলেজস্ট্রিটে। ছাত্র-যৌবন থেকে কবি-লেখক-সাহিত্যিক, তিলোত্তমার এইস্থানেই সবাই মিলেমিশে একাকার।
প্রাতিষ্ঠানিক শিক্ষার হোক কিংবা গান-গল্প-কবিতা যে বিষয়ের বই চাইবেন সেটাই পাবেন। তাই তো নানান স্বাদের, নানান কালের, নানান বিষয়ের বইয়ের এই সাম্রাজ্যকে আমরা ‘বইপাড়া’ নামে ডাকি।
মধ্য কলকাতার বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউ-এর মোড় থেকে মহাত্মা গান্ধী রোড মোড় পর্যন্ত, প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ বইপাড়ার পোশাকি নাম ‘কলেজস্ট্রিট’। কলকাতা শহরের অন্যতম কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, বই প্রকাশনা ও বিক্রয়ের প্রাণ কেন্দ্র।
এই বইপাড়াই এখন সেজে উঠছে বাংলা নববর্ষের আহ্বানে (Bengali New Year)। সামনেই ১লা বৈশাখ, নববর্ষের উদযাপনের দিন। আর ঠিক এইদিনের আগে গোটা কলেজ স্ট্রিট চত্বরে সাজোসাজো রব। প্রতিটা দোকানে আসবাবপত্র নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে।
দোকান থেকে বই বের করে ধুলো ঝেড়ে সূর্যরঙ মাখিয়ে নিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে নতুন করে। দোকানের পুরনো খুঁটি পাল্টে নতুন পোক্ত খুঁটিতে বেঁধে ফেলা হচ্ছে দোকানের ক্যানভাস। সবমিলিয়ে নববর্ষের উদযাপনে (Bengali New Year) মহোৎসবের ছটা বইপাড়ায়।