ওয়েব ডেস্ক: ছেলের শেষকৃত্যে যেতে পারেননি, সেই দুঃখই প্রকাশ করছিলেন। কিন্তু পাশেই যে ছদ্মবেশে ‘মৃত্যু’ দাঁড়িয়ে রয়েছে, তা বুঝতেও পারেননি গ্যাংস্টার আতিক আহমেদ (Atique Ahmed Live Encounter)। এমনকী, পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীরাও টের পাননি সাংবাদিকের ভিড়ে লুকিয়ে রয়েছে ভাড়া করে আনা শ্যুটার। শনিবার নাটকীয়ভাবে পুলিশ এবং সংবাদমাধ্যমের সামনেই খুন করা হয় কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফকে। তাদের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য প্রয়াগরাজের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁরা যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় গ্যাংস্টার আতিককে (Atique Ahmed Live Encounter)। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর ভাই আশরফকেও। ইতিমধ্যেই আততায়ী সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্ত ও জেরার পর জানা গিয়েছে, উমেশ পাল হত্যাকাণ্ডের অন্যতম দুই অভিযুক্ত আতিক (Atique Ahmed Live Encounter) ও তাঁর ভাই আশরফকে খুন করার উদ্দেশ্য নিয়েই প্রয়াগরাজে এসেছিল শ্যুটাররা। পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে, তাঁরা আতিক (Atique Ahmed Live Encounter) ও তাঁর ভাইকে খুন করার জন্যই প্রয়াগরাজে এসেছিল। দীর্ঘদিন ধরেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত তাঁরা। কিন্তু আজীবন ছোট শ্যুটার হয়ে কাটাতে চায়নি তাঁরা। বড় মাফিয়া হওয়ার লক্ষ্যেই তাঁরা আতিক (Atique Ahmed Live Encounter) ও তাঁর ভাইকে খুন করে। যদিও এই বয়ানে বিশ্বাস করতে রাজি নয় পুলিশ। তিন অভিযুক্তের বয়ান একে অপরের সঙ্গে মিলছে না বলেই জানা গিয়েছে।
Look like Atique Ahmed ‘s own people are behind his murder. STF had got strong evidence about his Nexus with Pakistani Terrorists and ISI. If it has been accepted by Atique Ahmed and Ashraf Ahmed, many “Safedposh” politicians and business men may be behind the bars. pic.twitter.com/IOuNhGJqeK
— Baba Banaras™ (@RealBababanaras) April 15, 2023
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতেই হঠাৎ গুলি চলায়, গোটা খুনের ঘটনাটিই ক্যামেরাবন্দি হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে সাংবাদিকরা আতিককে প্রশ্ন করছেন ছেলে আসাদের শেষকৃত্যে যেতে না পারা নিয়ে। জবাবে আতিক (Atique Ahmed Live Encounter) বলেন, “নেহি লে গ্যায়ে তো নেহি গ্যায়ে”। এরপরে তিনি আরও কিছু কথা বলতে গেলেও, তার আগেই বাঁ দিক থেকে তাঁর মাথায় পিস্তল ঠেকানো হয় এবং গুলি করা হয়। সম্পূর্ণ ফিল্মি কায়দায় পুলিশের সামনেই খুন হন গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফ।