Andhra Pradesh: মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়েছে কুকুর, গ্রেফতারের দাবিতে সরব সমর্থকরা

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে ফেলল কুকুর। তার জেরে কুকুরের বিরুদ্ধে অভিযোগ পেল পুলিশ। অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির পোস্টার ছিঁড়েছে কুকুর, এমন অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি এভাবে অসম্মান দেখানোর জন্য বিজয়ওয়াড়া পুলিশের কাছে কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

টিডিপি কর্মীরা ওই কুকুরটিকে গ্রেফতারের অভিযোগ জানিয়েছে। তারা বলছে, “আমরা পুলিশকে অনুরোধ করেছি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য ওই কুকুরটিকে গ্রেফতার করুন।” ওই কর্মী আরও বলেছিলেন যে, মুখ্যমন্ত্রীর প্রতি তাঁদের গভীর ভালবাসা আছে। কিন্তু ওই কুকুর যেভাবে মুখ্যমন্ত্রীর পোস্টারটি ছিঁড়েছে, তাতে অন্ধ্রপ্রদেশ জুড়ে প্রায় ৬ কোটি মানুষ আঘাত পেয়েছে।

এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে, একটি কুকুর দেওয়ালে মুখ্যমন্ত্রীর ছবিসহ একটি পোস্টার ছিঁড়ে ফেলছে। মুখ্যমন্ত্রীর স্লোগান লেখা এই পোস্টারটি রাজ্যব্যাপী চলমান সমীক্ষার অংশ হিসাবে একটি বাড়ির দেওয়ালে লাগানো হয়েছিল। এই ভিডিওটি টুইটারে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

এক নেটিজেন লিখেছেন, “এই ভিডিওটি দিনে দিনে হাস্যকর হয়ে উঠছে। তবে কুকুরটি জেলে গেলে ভাল, অন্তত সে প্রতিদিন খাবার এবং জল পাবে”। অপর একজন লিখেছেন, “মনে হচ্ছে কুকুরের একটা এজেন্ডা ছিল”।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This