Amul vs Nandini: দুধের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? কর্ণাটক নির্বাচনের কি প্রধান হাতিয়ার এই দুগ্ধ-যুদ্ধ?

অথচ এখানে দাঁড়িয়েই বিজেপির গলায় শোনা যাচ্ছে উল্টো সুর

Must Read
- Advertisement -
- Advertisement -

ওয়েব ডেস্ক: নির্বাচনের আগে কর্নাটকে শুরু দুগ্ধ-যুদ্ধ! আর যার ফল সরাসরি ভোট বক্সে পড়বে বলে মনে করছেন অনেকেই। আপাতত যাবতীয় বিতর্ককে ছাপিয়ে গিয়েছে এই দুধ যুদ্ধ (Amul vs Nandini)।

সম্প্রতি কর্নাটকে ব্যবসা বিস্তারের কথা ঘোষণা করেছে গুজরাটের আনন্দের দুগ্ধ কর্পোরেশন সংস্থা ‘আমুল’ (Amul vs Nandini)। তারপরই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে, কর্নাটকের রাজ্য দুগ্ধ কর্পোরেশনের সংস্থার ব্র্যান্ড ‘নন্দিনী’কে ধ্বংস করার ষড়যন্ত্রের অভিযোগ করেছে বিরোধী দলগুলি। যদিও আমুলের (Amul vs Nandini) প্রবেশে নন্দিনীর ভয় পাওয়ার কিছু নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এরই মধ্যে নন্দিনীর পক্ষে দাঁড়িয়েছে রাজ্যের হোটেলগুলিও। আর বিধানসভা নির্বাচনের আগে দুধ নিয়েই এখন উত্তাল দক্ষিণী রাজনীতি।

প্রথমে দেখুন আমুল (Amul vs Nandini) ঠিক কি টুইট করেছিল –

লঞ্চ অ্যালার্ট হ্যাশট্যাগ দিয়ে আমুল বলেছিল, রাজ্যের সর্বত্র তাজা বাতাসের তরঙ্গ আসতে চলেছে। তারা আরও জানিয়েছিল যে, কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বাড়ি বাড়ি দুধ (Amul vs Nandini) এবং দই পৌঁছে দেবে।

এরপরই আমুলের (Amul vs Nandini) কর্নাটকে প্রবেশ রাজনৈতিক রূপ পায়। নন্দিনী ব্র্যান্ডটির জায়গা আমুল দখল করবে, এই জল্পনা উসকে দেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তিনি বলেন,”সমস্ত কানাড়িগাদের আমুলের পণ্য না কেনার অঙ্গীকার করা উচিত। কর্ণাটক মিল্ক ফেডারেশন গঠন করা হয়েছিল রাজ্যের দুগ্ধচাষীদের কল্যাণের জন্য। সমস্ত কানাড়িগার কেএমএফ দখল করার প্রচেষ্টা প্রতিরোধ করা উচিত”।

আরেক বিরোধী দল জেডি(এস)-এর নেতা এইচডি কুমারস্বামী আবার কর্নাটকে আমুলের প্রবেশ, নন্দিনীকে ধ্বংস করার পদ্ধতিগত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। তাঁর মতে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতি হল, ‘এক দেশ, এক আমুল (Amul vs Nandini), এক দুধ, এক গুজরাট’।

অথচ এখানে দাঁড়িয়েই বিজেপির গলায় শোনা যাচ্ছে উল্টো সুর। কংগ্রেসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তাঁর অভিযোগ, বিষয়টিতে অযথা রাজনীতির রঙ লাগাচ্ছে কংগ্রেস। তাঁর কথায়, “আমুলের বিষয়টিতে সম্পূর্ণ স্বচ্ছতা রেখেছি আমরা। নন্দিনী একটি জাতীয় ব্র্যান্ড (Amul vs Nandini)। এটা শুধু কর্ণাটকের মধ্যেই আবদ্ধ নয়। অন্যান্য রাজ্যে আমরা নন্দিনীকে জনপ্রিয় করেছি। শুধুমাত্র দুধ উৎপাদনের উন্নতি নয়, বিজেপির আমলে দুগ্ধশিল্পের সঙ্গে যুক্ত সকলের ইনসেনটিভের ব্যবস্থাও করা হয়েছে”।

আপাতত এই দুগ্ধ রাজনীতিতে তোলপাড় কর্ণাটকের জমি। শেষমেশ নন্দিনী নাকি আমুল (Amul vs Nandini), কার পাল্লা ভারী হয়, এখন সেটাই দেখার।

Latest News

UP Encounter: যোগী রাজ্যে এনকাউন্টার নতুন কিছু নয়, তবে NHRC দেখালো ভয়ঙ্কর রিপোর্ট!

ওয়েব ডেস্ক: ইউপির নাম এলেই এনকাউন্টার আর বুলডোজার মাথায় আসে। বৃহস্পতিবারই গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের এনকাউন্টার (UP Encounter)...

More Articles Like This