ওয়েব ডেস্ক: বাংলায় পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election)আগে তাঁর সফর ঘিরে তোরজোর চলছিলই। আর ঠিক পরিকল্পনা মতই বাংলার পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে ভোটের মঞ্চ জোরদার করতে অমিত শাহ যেন বিজেপির (BJP) অন্দরে দিয়ে গেলেন বাড়তি পুষ্টি।যেখানে পঞ্চায়েত ভোটের থেকে বেশি গুরত্ব পেল লোকসভা ভোট। সাফ বললেন এই বাংলায় তৃণমূলের শাসন থাকবে না। শেষ হবে ২০২৫ এর মধ্যেই। পথ দেখাবে ২০২৪ এর লোকসভা ভোট।অমিত শাহর লক্ষ্য তাই লোকসভা ভোটে ৩৫ এর বেশি আসনে বিজেপির জয়।
তাই মমতা বনাম মোদীর উদাহারণ দিয়েই, মোদীকে আগে রেখে শাহের দাবি, ৩৫ আসনে পদ্ম ফুটলেই ২৫ এক ঘাসফুলের বিদায় প্রায় স্থির। শাহের (Amit Shah)ছোড়া বল একেবারে ক্লিন বোল্ডের দিকেই। গত বিধানসভা নির্বাচনের সময় অমিত শাহ গুজরাত ও দিল্লির পর তৃতীয় ঘর বানিয়ে নিয়েছিলেন বাংলাকে। নবান্ন দখলের লক্ষ্য পূরণ না হওয়ায়, শাহ সময় নেন। ২০২১ এর পর ২০২২ সালের মে ও ডিসেম্বরে আসেন। তখন বঙ্গ বিজেপির ভাঙা অবস্থা দেখেন। সেই ভাঙা দলকে জাগাতে সেই সময় শাহী (Amit Shah) দাওয়াই যে কাজে লেগেছিল তার প্রমাণ বীরভূমে শাহের সভা।
যে বীরভূমে ছিল অনুব্রতর দাপট, সেই বীরভূমেই শাহর এলেন,পঞ্চায়েত নির্বাচনের ভার শুভেন্দুর উপর দিয়েই সরাসরি লোকসভা ভোটকে টার্গেট করলেন। তিনি বুঝিয়ে দিলেন তাঁর কাছে পঞ্চায়েত নির্বাচন নয়, বরং বাংলার রাজনীতিতে মোদীর অপরিহার্যতা বোঝানই তাঁর একমাত্র কাজ। একদিকে দিল্লিতে বিজেপির দলীয় বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন ২৫ আসন জেতাই লোকসভা ভোটে লক্ষ্য।
Retail Inflation Eases: ২ মাস পরে কমল রিটেলের মুদ্রাস্ফীতি, ৫.৬৬ শতাংশে নামল হার
বীরভূমে এসে শাহ বললেন, ২৫ এ খুশী হবে না বিজেপি নেতৃত্ব। চোব্বিশের (2024) ভোটে ৩৫ এর বেশি ভোট জিতবেই বিজেপি, তাহলেই ২০২৫ এর আগেই তৃণমূলের সরকার থাকবে না। শাহের ভোটের রোডম্যাপ ঠিক এরকমই। যেখানে তিনি পরিবারতন্ত্রের কথা তুলে মমতা-অভিষেককে কটাক্ষ করে বললেন বাংলায় (Amit Shah)পরের মুখ্যমন্ত্রী হবে বিজেপি। যেখানে কোথাও যেন পঞ্চায়েত ভোট ব্রাত্য বিজেপির কাছে। আসল ভোট লোকসভাই।